Daily Frontier News
Daily Frontier News

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র, এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২২।

 

মোঃ শাহিন শওকত জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ ।

 

শনিবার (২৯ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সমনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবাবগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ও সাময়িক দায়িত্ব প্রাপ্ত পুলিশ সুপার আতোয়ার রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শঙ্কর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিউনিটির পুলিশিং এর সদস্য সচিব ও নবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোনিম উদ দৌলা, জেলা আ. লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী।

এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আ.লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আ. লীগ সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান ও তদন্ত (ওসি) মাহফুজুল হক চৌধুরী পিপিএম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এস.এ.এম ফজল ই-খুদা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিউনিটি পুলিশং ২০২২- উপলক্ষে শিবগঞ্জ থানার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশং অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এস আই সাইফুল ইসলাম ও জেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন কে সম্মাননা ক্রেস্ট ও সাটিফিকেট প্রদান করা হয়।

Daily Frontier News