Daily Frontier News
Daily Frontier News

ওসমানীনগরে আন্-নূর একাডেমির উদ্যোগে শিক্ষাবিদ ও গুণীজন ঈদ প্রীতি অনুষ্ঠান সম্পন্ন।

 

 

 

নিজস্ব প্রতিনিধি::-

 

ওসমানীনগরে আন্-নূর একাডেমির আয়োজনে ও মুফতি হাফেজ লুৎফুর রহমান ক্বাসেমীর উদ্যোগে
শিক্ষাবিদ ও গুনিজনদের সম্মানে ঈদ প্রীতি অনুষ্টান মাওলানা কবি রাইহানে সঞ্চালনায় আন নূর একাডেমির প্রিন্সিপাল ও আন- নূর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ডাক্তার মাওঃ হাবীবুর রহমান জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আন নূর একাডেমির ভাইস প্রিন্সিপাল ও আন নূর ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা শাহ ফয়ছল আমিন।উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদিনাতুল খায়েরী আল ইসলামীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওঃ ফয়েজ আহমদ।প্রধান আলোচক ছিলেন,ইসলামীক হিস্ট্রি এন্ড কালচারাল অলিম্পিয়াড বাংলাদেশ এর চেয়ারম্যান কবি মূসা আল হাফিজ।বিশেষ অতিথি ছিলেন,ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মুহিব হাসান,বিশিষ্ট সংগঠক মাও মুহতাসিম বিল্লাহ জালালী,ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক কে এম রায়হান,
দারুল আজহারের প্রিন্সিপাল মাওঃ মিনহাজ মিলাদ,মাও জিয়া উদ্দিন, মাও মঈন উদ্দীন চাতকী,মাও ইমদাদুর রহমান, মাও লুৎফুর রহমান,মুফতি মাও আব্দুল মতিন প্রমূখ

Daily Frontier News