নিজস্ব প্রতিনিধি:
ওসমানীনগরে পাঁচপাড়া যুব ও সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ইফতার মাহফিলে সিদ্দিকীয়া মাদরাসা ও এতিম খানার শিক্ষার্থী সহ গ্রামের সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন।
গতকাল ২৯ এপ্রিল বিকালে পাঁচপাড়া পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে যুব সংগঠক শাহ মাছুম আহমেদ এর পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মুহিব হাসান, স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ আরাফাতুর রহমান টিটু, সমাজসেবক সুহেল আরমান চৌধুরী। উপস্থিত ছিলেন মসজিদের সাবেক মোতাওয়াল্লী শাহ দিতুল হক, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সহ সভাপতি মটুক চৌধুরী, ছোয়াব উল্লা, মছনুজ্জামান চৌধুরী, শাহ ময়নুল হক, শাহ জাবেদ, শাহ সিরাজ, প্রবাসী শাহ আকমল আলী আকুল । আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মালিক।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics