দেশের স্বনামধন্য এন বি টি-শার্টের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রথমবারের মত নিযুক্ত হলে নবাগত মডেল তামিম আহমেদ।
ক্রেতাদের বিশেষ চাহিদার দিকে তাকিয়ে এন বি সারাদেশে ১০টিরও বেশি শো রুম পয়েন্ট রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি প্রথম বারের মত বাংলাদেশের নবাগত মডেল তামিম আহমেদকে এন বি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেন। গত বছর সিয়াম আহমেদ এন বি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তামিম বলেন এর আগে আরো বেশ কিছু ব্যান্ডের সাথে ২-৩ মাসের চুক্তিবদ্ধ হয়ে কাজ করেছি।এব বি ব্যান্ডের সাথে প্রথমবারে মত চুক্তিবদ্ধ হয়েছে কিন্ত কতো মাসের জন্য এটা এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না।
ঢাকার ধানমন্ডি সেন্টারে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এন বি এর নির্বাহী পরিচালক মি: সায়েম রহমান উপস্থিত ছিলেন।
তামিম বলেন স্বপ্নপুরনের লক্ষে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সাথে পড়ালেখার দিকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছি। সবার কাছে দোয়া ও ভালোবাসা চাইতেছি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics