ফ্রন্টিয়ার.নিউজ বিশেষ প্রতিনিধিঃ-
একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার ব্যবসায়ী আশরাফুল ইসলাম অপুর স্ত্রী এ্যানি বেগম (২৪)। তাঁদের মধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে। স্বপ্নের পদ্মা সেতুর নামে নবজাতকদের নাম রাখা হয়েছে। তাদের মধ্যে ছেলেসন্তানের নাম রাখা হয়েছে স্বপ্ন এবং দুই মেয়েসন্তানের নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু।
পারিবারিক সূত্রে জানা গেছে, মা ও সন্তানরা সুস্থ আছে। ১৯ জুন শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে জন্ম হয় এই তিন শিশুর।
সিজার করা ডা. বেনজির হক পান্না বলেন, সকালে এ্যানিকে ক্লিনিকে ভর্তি করা হয়। সিজারের মাধ্যমে তিনি দুটি কন্যাসন্তান ও একটি পুত্রসন্তান জন্ম দেন। নবজাতকরা ও মা ভালো আছেন। তিনি আরো জানান, নরমাল ডেলিভারি করা যেত; কিন্তু রোগীর তাগিদে সিজার করতে হয়েছে। তাঁদের পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। এখন একসঙ্গে তিন সন্তান পেয়ে সবাই খুশি।
বাবা অপু বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের মাসে আমার তিন সন্তানের জন্ম। তাই বিষয়টিকে স্মরণীয় করে রাখতে ডাক্তার তিন সন্তানের নাম দিয়েছেন স্বপ্ন, পদ্মা ও সেতু। নাম তিনটি আমাদের পছন্দ হয়েছে। ‘
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics