মাসুদ পারভেজ বিভাগীয়
চট্টগ্রাম ব্যুরোচীফ
চট্টগ্রাম: মাত্র এক ঘন্টার বৃষ্টিতে নগরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তবে এ জলজট স্থায়ী হয়নি ঘণ্টাখানেকের বেশি।
শনিবার (১৭ জুন) নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র। জলজটের কারণে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে।
সরেজমিনে দেখা যায়, নগরের ২ নম্বর গেইট, অক্সিজেন-বায়েজিদ সড়কের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া মুরাদপুর, আগ্রাবাদের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয় বৃষ্টির পানিতে।
জলজটের বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র প্রধান প্রকৌশলী হাসান বিন শামস বলেন, কিছু কিছু জায়গায় নালাগুলো জ্যাম থাকার কারণে জলাবদ্ধতা হচ্ছে। যা সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতাধীন নয়।
অনেকদিন বৃষ্টি না হওয়াতে খাল-নালাগুলো জ্যাম হয়ে আছে। সামনের দিনগুলোতে জলাবদ্ধতা আরও কমবে।
এদিকে, আগামী আরও দুই একদিন মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শ্রীকান্ত কুমার বসাক বলেন, যেহেতু বর্ষাকাল এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকবে। কখনও মুষলধারে, কখনও থেমে থেমে বৃষ্টি হতে পারে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics