Daily Frontier News
Daily Frontier News

একটি দল নির্বাচন কে প্রতিহত করতে টাল বাহানা করছে এম ফেরদৌস ইসলাম খোকন

 

মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে,খেলাই শক্তি খেলাই বল,চল সবাই খেলতে চল, এই স্লোগান কে সামনে রেখে ১৯ সেপ্টেম্বর বিকেল ৫ টার সময় চাঁপাইনবাবগঞ্জের, নাচোল উপজেলার ফতেপুর মাঠে অনুষ্ঠিত হয়ে গেল,ফতেপুর মহানন্দা তরুণ সংঘ কতৃক আয়োজিত সাদির আহমেদ ভুলু স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

পি আর ডি আর বাংলাদেশের জনগণ বুঝেনা,একটি দল নির্বাচন কে প্রতিহত করতে টালবাহানা করছে, কিন্তু বাংলার জনগণ তা মেনে নিবেনা,১৬ বছরের ফ‍্যাস্টিষ্ট সরকার পতনের পর জনগণ উৎসব উদ্দিপনার মধ্যে দিয়ে ভোটে অংশগ্রহণ করার জন্য মুখিয়ে আছেন, আর এই জনগণের স্বপ্ন কে পূরন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সাথেই আছে বলে জানান,ফাইনাল খেলার প্রধান অতিথি এম ফেরদৌস ইসলাম (খোকন),৪৪ চাঁপাইনবাবগঞ্জ ০২ আসনের বিএনপির মনোনয়ন প্রতাশী ও ব্যবস্থাপনা পরিচালক এ‍সভান্টেক্স এশিয়া লিমিটেড।

উক্ত খেলায় দিয়াড় ধাইনগর উচ্চ বিদ‍্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ তালেবুর রহমান এর সভাপতিত্বে ও রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মো.শফিকুল ইসলাম সহ-সভাপতি নাচোল উপজেলা বিএনপি।

হামিদুর রহমান আহবায়ক, স্বেচ্ছাসেবক দল,নাচোল উপজেলা,আমিনুল ইসলাম সভাপতি নাচোল পৌর বিএনপি,আমানুল্লাহ আল মাসুদ,সহ-সভাপতি নাচোল পৌর বিএনপি, জাহাঙ্গীর আলম সহ-সভাপতি যুবদল ফতেপুর ইউনিয়ন শাখা।

ফিরোজ কবির সুমন, সহকারী শিক্ষক রহনপুর রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়।রাকিব হাসান, সাবেক ছাত্রদল নেতা ফতেপুর ইউনিয়ন শাখা মো: ইয়াকুব আলি মিলন,সভাপতি ফতেপুর মহানন্দা তরুণ সংঘ, মো: তরিকল ইসলাম, সভাপতি ০৩নং ওয়াড বিএনপি ফতেপুর ইউনিয়ন শাখা সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত ফুটবল ফাইনাল খেলায় ফতেপুর পশ্চিম পাড়া ও চাঁপাই সদর 007 দলের মধ্যেকার খেলাটি নির্ধারিত সময়ের মধ্যে গোল না হওয়ায় ট্রাইবেকার এর মাধ্যমে ১-০ গোলে ফতেপুর পশ্চিম পাড়া জয়লাভ করে।

Daily Frontier News