Daily Frontier News
Daily Frontier News

একজন মহীয়সী নারী “মালা রানী সরকার

 

সাংবাদিকঃ জুনায়েদ সিদ্দিকঃ-

 

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল টিমের ৮ জন খেলোয়ারই ময়মনসিংহের প্রত্যন্ত গ্রাম কলসিন্দুরের।
হতদরিদ্র এই অঞ্চলে বিদ্যুৎ, রাস্তাঘাট এমনকি যোগাযোগের সুব্যবস্থা ছিল না। ধর্মীয় কুসংস্কার ও চরম দারিদ্রকে মোকাবিলা করে কলসিন্দুর নারী ফুটবল টিম গড়ে তুলেছিলেন কলসিন্দু স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মালা রানী সরকার।
তিনি মেয়েদের সব সময় আর্থিকভাবে সাহায্য, সহযোগিতা দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ভর্তির ব্যবস্থা করেছেন। মেয়েদের খেলোয়াড়ি জীবন টিকিয়ে রাখতে উপবৃত্তির সুযোগ করে দিয়েছেন। সাফ গেমসে বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে যাঁরা ভিত গড়েছেন তিনি তাদের অন্যতম। রক্ষণশীল সমাজে নারীকে আলোতে এনেছেন তিনি, নারী ফুটবল খেলাকে করেছেন জনপ্রিয়।
প্রকৃত পক্ষে এই মালা রানী সরকার দিদিশ্রী আজকের সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের সাফল্যের নেপথ্যের কারিগর। সাফল্যের দিনে তিনি আছেন সবার অগোচরে । রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিদির নিতান্তই প্রাপ্য বলে মনে করছি কালসিন্ধু বাসি।

Daily Frontier News