আমির উদ্দিন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার স্থানীয় সরিষতলায় উলামা পরিষদ শরিষতলা র’ ঈদ পুনর্মিলনী ও কমিটি পুনঃগঠন সম্পন্ন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০৫মে) মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে ও মুফতি সাজ্জাদ ক্বাসিমী’র সঞ্চালনায়, পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় গঠনতন্ত্র অনুযায়ী পুরাতন কমিটি বিলুপ্ত করে ২বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে জননন্দিত ইসলামী বক্তা শায়খুল হাদিস মাওলানা মুফতি মুশাহিদ ক্বাসিমীকে সভাপতি ও মাওলানা আহমাদ তারেক খান কে সাধারণ সম্পাদক, মাওলানা মুস্তাফিজুর রহমান কে অর্থ সম্পাদক, মাওলানা মুফতি সাজ্জাদুর রহমান ক্বাসিমী ও মাওলানা সাঈদ আহমাদ কে প্রচার সম্পাদক, মাওলানা আব্দুল হান্নান কে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মাওলানা আজিজুল হক আলেক কে সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এবং উক্ত কমিটিতে নির্বাহী সদস্য করা হয়েছে মাওলানা তালিব উদ্দীন মাওলানা হোছাইন আহমদ মাওলানা ফরিদ উদ্দীন মাওলানা লুৎফুর রহমান নূরী ক্বারী ছাতির আলী হাফিজ মাওলানা আব্দুল হামীদ মাওলানা আব্দুল হক্ব মাওলানা জহিরুল ইসলাম মাওলানা আব্দুর রহমান নো’মান হাফিজ মাওলানা আবুল কালাম প্রমুখ নেতৃস্থানীয় উলামায়ে কেরামকে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics