Daily Frontier News
Daily Frontier News

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়রা থেকে এক গরিবের ডাক্তারের বিদায়

 

(শাহ্ হিরো খুলনাজেলা প্রতিনিধি)

ডাঃ সুজিত কুমার বৈদ্য এর মনের আবেগীময় কথা পরম করুনাময় সৃষ্টি কর্তা আমাকে দু হাত ভরে দিয়েছেন। ৩৯ তম বিসিএস এর মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে পর্দাপনের সাথে সাথে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার গ্রিড হাসপাতাল ঢাকা তে পোস্টিং হয়।মাস তিনেক পর ইমারজেন্সি মেডিকেল অফিসার হিসেবে পোস্টিং হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। ঐ খানে আমার উপর দ্বায়িত্ব পড়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠা কালীন ইমারজেন্সি মেডিকেল অফিসার দের ইনচার্জ হিসেবে। ভালোই কাটছিল দিন গুলো। এর মধ্যেই নিজের এলাকায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার পোস্টিং হয় ২২ শে ডিসেম্বর ২০২০। শুরু থেকেই নিজের এলাকার মানুষের ভালবাসা আর কলিগ দের সখ্যতায় দিন পার হচ্ছিল ভালোই। প্রায় কিছু দিন পর এমওডিসি(মেডিকেল অফিসার অব ডিজিস কন্ট্রোল) হিসেবে দায়িত্ব পাই।তার ও কিছু দিন পর আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পাই। কিছু দিন পর অর্থোপেডিকস এ পোষ্ট গ্রাজুয়েশন(ডি.অর্থো) টা ও কমপ্লিট করি।
কয়রার সর্ব স্তরের মানুষের ভালবাসায় আমি সিক্ত হতে থাকি।কয়রার বিভিন্ন স্তরের সাধারন মানুষ,বিভিন্ন স্তরের নেতা,সাংবাদিক ভায়েরা,এলাকায় ছোট বড় ভাই বোন সবার ভালবাসায় কয়রার দিন গুলো কেটেছে স্বপ্নের মতন।কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারী কে নিয়ে চেষ্টা করেছি অবহেলিত দুর্গম কয়রা উপজেলা কে আধুনিক মানে গড়ে তোলার।এই যাত্রায় আমি পেয়েছি আমার তিন জন সুদক্ষ সুযোগ্য ইউএইচএন্ডএফপিও স্যার কে। ডা. Sudip Bala স্যার,ডা. Muhammad Nurul Huda Khan স্যার এবং ডা. Rezaul Karim Razib স্যার কে।সুদিপ বালা স্যারের দক্ষতায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক যুগের ছোঁয়া লাগে।আর তার সেই আধুনিকতার পুর্ন রুপ পায় বর্তমান স্যার ডা. রেজাউল করিমের হাত ধরেই।সর্বপরি আমাদের কয়রার সন্তান, খুলনা জেলার সিভিল সার্জন ডা. সুজাত আহমদ স্যারের প্রত্যক্ষ নজর দারির কারনেই কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে গড়ে ওঠেছে।
আমার সব কলিগ দের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়া,হুটহাট বিভিন্ন খেলাধুলা কিংবা ভুরি ভোজের আয়োজন করা সহ প্লান বিহীন বিভিন্ন কাজ করার জুরি মেলা ভার ছিল।হাসপাতালের সর্ব স্তরের কর্মকর্তা কর্মচারী দের সহোযোগিতা পেয়েছি সব সময়।আজ সবার ভালবাসা ছেড়ে চলে যাচ্ছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ। হয়ত কোন দিন আবার ফিরব আমার ভালবাসার নিড়ে সকলের জন্য শুভ কামনা রইল ।

Daily Frontier News