আল আমিন সরদার তালা উপজেলা প্রতিনিধিঃ-
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ)র সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় বুধবার (১৫ই জুন) সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার দৌলতপুর গ্রামে উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের পরিচালনায় বাস্তবায়িত উচ্চ মূল্যের ড্রাগন ফল চাষ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এসময় নতুন ফল হিসাবে মাঠ দিবসে বারি ড্রাগন -১ ফল এর চাষাবাদ, ফলন, আন্তঃপরিচর্যা ও আয়-ব্যায় সম্পর্কে আলোচনা করা হয়।
উল্লেখ থাকে যে বারি ড্রাগন -১ ফল পুরো উপজেলায় সর্ব প্রথম উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় চাষ করা যায় হয়। কৃষক লাল্টু কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রায় ৫০ জন কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার এসইপি প্রকল্পের কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, শাখা ব্যবস্থাপক অচিন্ত্য কুমার, সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল হাদী।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics