Daily Frontier News
Daily Frontier News

ঈশ্বরদীতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফটের বিতরণ

 

 

পাবনা ঈশ্বরদী মোঃ রাকিব বিশ্বাস

 

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়ের বিভিন্ন অফিস বাজার এলাকা ইপিজেড এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ প্রচারের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব জাকারিয়া পিন্টুর
দিকনির্দেশনায় ধানের শীষের ভোট প্রার্থনা করা হয়।কর্মসূচিতে বক্তারা বলেন,জনগণই রাষ্ট্রের মালিক,এই বিশ্বাস থেকেই আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার রূপরেখা প্রণয়ন করেছেন। সেখানে কৃষকদের উন্নয়নের ব্যাপারে সুস্পষ্টভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে কৃষকের উৎপাদিত পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিত করা হবে।জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে।বক্তার আরও বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এখানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন-সব ক্ষেত্রেই বাস্তব ভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
তাই ৩১ দফার পক্ষে সর্বত্র জনমত গঠন করতে তৃনমূল বিএনপিকে কাজ করতে হবে। সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা।এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলার বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা,শ্রমিক দলেরকেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আহসান হাবিব,
পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান,সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি,পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন সরদার, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মনিরুল ইসলাম টুটুল সরদার,শিল্প বণিক সমিতির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ,ওহিদুজ্জামান মিন্টু, জাকির হোসেন,পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল,পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক হিরোক সরদার, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক রাশেদুল ইসলাম রিপন,যুবদল নেতা বেলাল খান,ফরহাদ, রিংকু শেখ, জালাল হোসেন সহ বিএনপি.মহিলা দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Daily Frontier News