Daily Frontier News
Daily Frontier News

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

পাবনা ঈশ্বরদী মোঃ রাকিব বিশ্বাস

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য  র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৫টায় ঈশ্বরদী খাইরুজ্জামান বাবু বাস ট্রার্মিনাল থেকে  বর্ণাঢ্য  র‍্যালিটি শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের এক নম্বর গেট সংলগ্ন স্থানে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে
উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক এসএম ফজলুর রহমান, সদস্য সচিব বিষ্টু সরকার, আব্দুর রাজ্জাক, আবু সাইদ লিটন, কাউন্সিলর আবু জায়েদ উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম এম মামুনুর রশিদ নান্টু, যুবদল নেতা সোনামনি, মাহামুদুল ইসলাম সাওন সহ পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
পথসভায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান বলেন, দীর্ঘ ১৬ বছর ঈশ্বরদীতে বিএনপির কোন কর্মসূচি পালন করতে দেয়নি স্বৈরাচার আ’ লীগ সরকার। আজ সময় এসেছে তাই আমরা সবাই শান্তিপূর্ণ ভাবে দলীয় কর্মসূচি পালন করছি। শান্তি- শৃঙ্খলা বজায় রেখে সকল নেতা-কর্মী ও সমর্থকদের দলীয় কাজ করার আহবান জানান।
এ সময় থেকে  বর্ণাঢ্য র‍্যালিতে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Daily Frontier News