Daily Frontier News
Daily Frontier News

ইসলামি যুব মজলিস সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন।আদনান আহ্বায়ক ও জারির সদস্য সচিব।

 

অন্ধকারাচ্ছন্ন সমাজকে পরিবর্তন করতে যুব সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
…………….ডা. এ এ তাওসীফ।

নিজস্ব প্রতিনিধি::

খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ডা. এ এ তাওসীফ বলেন- “যুবকরা হচ্ছে সমাজের প্রাণ। যুবকরা পৃথিবীর আকৃতি বদলে দিতে পারে। সমাজকে পরিবর্তন করতে, জাহিলিয়াতের অন্ধকার থেকে আলোকোজ্জ্বল পথে পরিচালিত করতে যুব সমাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, তাই যুবকদের নিয়ে “ইসলামী যুব মজলিস” গঠনের সিদ্ধান্ত নিয়েছে গণমানুষের সংগঠন খেলাফত মজলিস।(৩০ মার্চ) বৃ্হস্পতিবার, বিকাল ৩টায় সিলেট হোটেল গ্র‍্যান্ড ভিউয়ে ইসলামি যুব মজলিস সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিল খেলাফত মজলিস সিলেট জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক হাফিজ মওলানা আহমদ মাহফুজ আদনানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আহমদ মাহফুজ আদনানকে আহ্বায়ক ও জারির হুসাইনকে সদস্য সচিব করে ইসলামি যুব মজলিস সিলেট জেলার আহ্বায়ক কমিটি ঘোষনা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ন সচিব মাওলানা সোহাইল আহমদ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. এ এ তাওসীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসাইন, আরব আমিরাত শাখার সেক্রেটারি হাফিজ মওলানা খালেদ আহমদ।বক্তব্য রাখেন খেলাফত মজলিস জেলার সহ-সেক্রেটারি মাওলানা আশিকুর রহমান, ইসলামি যুব মজলিস সিলেট মহানগরীর আহ্বায়ক জাকারিয়াহ আল হাসান, ছাত্র মজলিস মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান,পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ রুহুল আমিন,পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান। সংগিত পরিবেশন করেন বিশিষ্ট নাশীদ শিল্পী শেখ এনাম।আহ্বায়ক কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ খায়রুল ইসলাম,হুসাইন আহমদ মিসবাহ,ফয়েজুর রহমান ফয়েজ,সিরাজুল ইসলাম নোমান,ফখরুল ইসলাম।সদস্য নিয়ামত উল্লাহ,শাহিদুর রহমান,আব্দুর রহীম, জুনায়েদ আহমদ,শেখ এনাম,কে এম রায়হান,খালেদ সাইফুল্লাহ,এমরান হোসাইন, সালেহ আহমদ সায়েম,মুজাম্মিল হক এবং খেলাফত মজলিস সিলেটের সকল উপজেলার যুব বিষয়ক সম্পাদককে পদবী বলে সদস্য করা হয়।

Daily Frontier News