মোঃ আব্দুল্লাহ বুড়িচং।।
বুধবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর পারুয়ারা শিল্প এলাকায় একটি রাইস মেইলস এর শ্রমিকদের থাকার কলনিতে বিদ্যুৎ এর মিটার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকান্ডের সূত্র পাত ঘটে। এতে আগুনের লেলিহান শিখা মুহুর্তে চার দিকে ছড়িয়ে পড়ে শ্রমিকদের থাকার ২৬ টি রুম নগদ টাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তান্ডবে ২৫ টি শ্রমিক পরিবার একে বারে নিঃশয় হয়ে যায় তারা শুধু গায়ের জামাকাপড় ছাড়া কিছু নিয়ে বেড় হতে পারে নি। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে একটি টিম ও স্থানীয় লোকজন আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গ্রাম বাংলা এগ্রো ফুড ব্যবস্থাপনা পরিচালক মোঃ দেলোয়ার হোসেন সহ ক্ষতিগ্রস্ত শ্রমিক আঙ্গুরা সহ বিভিন্ন শ্রমিক জানায় বুধবার দুপুর ১ টায় জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর পারুয়ারা শিল্প এলাকায় বিভিন্ন রাইস মেইলসের কর্মরত শ্রমিকদের থাকার ভাড়াটে কলনিতে বিদ্যুৎ এর মিটার বিস্ফোরণের ঘটনা ঘটে।শ্রমিক রাসেল চৌধুরীর থাকার রুমের সামনে বিদ্যুৎ এর মিটারে বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকান্ডের সূত্র পাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে একটি টিম ঘটনা স্থলে গিয়ে স্থানীয় লোকজন সহ আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় শ্রমিক নেতা ফেরদৌস জানান ২৬ জন শ্রমিকের বেতনের ৫ লাখ টাকা বুধবার দেয়ার জন্য রুমে নিয়ে আসেন এসময় আগুনে তার সব শেষ হয়ে যায়। অপর দিকে সাইদুল নামের শ্রমিক নেতার সাড়ে ৪ লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়। সকল শ্রমিকদের নগদ টাকা মালামাল খাবার কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে যায়। শ্রমিক ও কলনির মালিকের দাবি এতে তাদের প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ক্ষতি গ্রস্থ ২৬ টি পরিবারকে পারুয়ারা গ্রাম বাংলা এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে প্রতি পরিবার কে ১০ কেজি করে চাউল বিতরণ করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন পরিচালক আব্দুল হাকিম, হাজী ফারুক আহমেদ, আব্দুল ওয়াদুদ মাষ্টার, মোঃ জাহাঙ্গীর আলম, আবুল কাদের, শেফাউল করিম গাজী।
অপর দিকে অগ্নি কান্ডের খবর পেয়ে সন্ধ্যায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নি কান্ডে ক্ষতি গ্রস্থ ২৬ টি পরিবারের প্রতি পরিবার কে নগদ ৫ হাজার টাকা, ৩০ কেজি করে প্রতি পরিবার কে চাউল এবং ৩ টি করে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার উপস্থিত ছিলেন।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics