Daily Frontier News
Daily Frontier News

আসল রহস্য উদঘাটনে কসবা থানা পুলিশ 

 

ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার চঞ্চল্যকর হত্যা (অজ্ঞাতনামা) মামলার রহস্য উদঘাটন

কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ-

.      জেলা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা ২ রা জুলাই ২০২৪খ্রিঃ তারিখ ১১.৫০ ঘটিকায় স্থানীয় লোকজনদের মাধ্যমে সংবাদ পাওয়া যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন ১০নং বায়েক ইউপির অন্তর্গত কাশিরামপুর কবরস্থান মোড়ার পশ্চিম পাশে পাহাড়ের ঢালে বাঁশ ঝাড়ের ভিতরে ১টি অজ্ঞাত নাম মাথাবিহীন অর্ধগলিত লাশ পড়ে আছে, তার প্রেক্ষিতে কসবা থানার একটি চৌকস পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কার্যক্রম শুরু করে।

.    অজ্ঞাতনামা লাশের হাত ও পায়ের তালুতে চামড়া না থাকায় ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয় নাই। দৈহিক গড়ন পর্যালোচনায় প্রাথমিক ভাবে একটি মহিলার লাশ যাকে ৫/৭ দিন পূর্বে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়।

.   পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশী করে প্রাপ্ত আলামত পর্যালোচনা,পুলিশি কায়দা কানুন ব্যবহার করে  ও তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ের মধ্যে লাশের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়। ভিকটিম এর নাম মৃত রাবেয়া ইসলাম রাবু (৩৩), পিতা-মৃত আলী আজম সরকার গ্রাম-রসুল্লাবাদ,নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান: গ্রাম-গাবতলী, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী।

.     ভিকটিমের আপন ভাই আব্দুল্লাহ আল মামুন(৩৭) লাশ সনাক্তপূর্বক অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে কসবা থানার মামলা নং-০৪, তাং-০৩/০৭/২৪খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ রুজু করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন বিপিএম,(সেবা) মহোদয়ের দিক নির্দেশনায় জনাব মোঃ সোনাহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও জনাব মোঃ দেলোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার, কসবা সার্কেল এর তত্ত্বাবধানে কসবা থানার অফিসার ইনচার্জ জনাব রাজু আহাম্মেদ এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় ও পুলিশি কায়দা কানুন ব্যবহার করে  হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সামসুল ইসলাম প্রকাশ মিন্টু (৪৮), পিতা-মৃত সোনা মিয়া, সাং-কাশিরামপুর, বায়েক,কসবা,ব্রাহ্মণবাড়িয়া কে ডিএমপি ধানমন্ডি থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

.     প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তার তথ্য মতে সহযোগী (১) মোঃ আব্দুল আলীম (৪২), পিতা-মৃত সিরাজ মিয়া, মাতা-বেগুনী আক্তার,(২) মোঃ কুডু মিয়া(৩৮), পিতা-মৃত সামসু মিয়া, মাতা-মৃত আনোয়ারা বেগম, উভয় সাং-রঘুরামপুর দক্ষিণপাড়া,বায়েক,কসবা,ব্রাহ্মণবাড়িয়াদ্বয় কে গ্রেফতার করা হয়। ধৃত আসামী সামসুল ইসলাম প্রকাশ মিন্টু(৪৮) হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়ে ৬ই জুলাই ২০২৪ ইং তারিখে বিজ্ঞ আদালতে সেচ্ছায় স্বীকারোক্তি মূলক ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

.    এ বিষয়ে জনাব মোঃ সোনাহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মিডিয়া প্রতিনিধিকে জানান, ভিকটিং ও আসামিগণ দীর্ঘদিন যাবত মূলত মাদক ব্যবসায়ী চক্র। গাজা বহনকারী রাবেয়া ১২ কেজি গাঁজা বডি ফিটিং করে অন্যত্র নিয়ে যাওয়ার ঘটনার সূত্রপাত। ঘটনার সাথে জড়িত  আসামি গ্রেপ্তার করিতে আমরা সক্ষম হয়েছি। বাকি আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত আছে ।

Daily Frontier News