স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলা আশাশুনির থানা খাজরা ইউনিয়নে সাগরগামী জেলেদের মাঝে সরকারি সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার ( ১৫ আগস্ট) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ চত্বরে খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম এ চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন।
এসময় ইউপি সদস্য রামপদ সানা, হাসমত ঢালী, খায়রুল ইসলাম, তহমিনা খাতুন,সাবেক ইউপি সদস্য বিপ্লব কুমার দাশ,কবির হোসেন,অনুপ সানাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এদিন ইউনিয়নে ৩শ ৬৭ জন জেলেদের মাঝে সরকারি সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics