কে এম রায়হান:-
সিলেট জেলার ওসমানীনগর উপজেলা দয়ামির ইউনিয়নের কৃতি সন্তান খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা,বৃটেনের বাংলাদেশী কমিউনিটির অন্যতম জনপ্রিয় জনদরদী ব্যাক্তিত্ব,আলহাজ্ব সদরুজ্জামান খাঁনকে লন্ডনের বার্কিং এন্ড ডেগেনহামের কাউন্সিলে পুণরায় কমিশনার নির্বাচিত হওয়ায় অত্র এলাকার সকল ভোটার দের অভিনন্দন যানান খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব সিলেট ২ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা এম মুনতাসির আলী,খেলাফত মজলিস নেতা সিলেট ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা দেলওয়ার হোসাইন,সদর থানা হাটখোলা ইউনিয়নের চেয়ারম্যান খেলাফত মজলিস নেতা কে এম রফিকুজ্জামান,জেলা খেলাফত মজলিসের নেতা ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাঃ ছাইদুর রহমান চৌধুরী,দয়ামির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মশাহিদ,ওসমানীনগর উপজেলা সাংবাদীক ইউনিয়নের অর্থ সম্পাদক কে এম রায়হান,ছাত্র মজলিস নেতা শাহাব উদ্দীন,যুব নেতা ওয়ারিছ মিয়া,খালেদ আহমদ প্রমুখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics