মোঃ ফারুক মিয়া, সিলেট :-
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও নিবন্ধনিত, গভ রেজিঃ এস ১৩২০০
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ( আমাসুফ)
কেন্দ্রীয় চেয়ারম্যান মহিউদ্দিন জুয়েল, নির্বাহী পরিচালক উজ্জ্বল হুসেন মুরাদ ও সহ -নির্বাহী পরিচালক মনুয়ার হুসেন জনি এর নির্দেশনায়
আমাসুফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক এম জাহিদ আহমদ রেজা নিজের তহবিল থেকে, সিলেটে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অসহায় বন্যার্থদের শুকনো খাবার বিতরণ করেন,
এম জাহিদ আহমদ রেজা বলেছেন বিভিন্ন সংগঠন বন্যার্থদের পাশে ধারাণোর আহব্বান করেছেন ও মানবতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ।
আজ বন্যার্থদের শুকনো খাবার বিতরণ এর সময় মানবতার ফেরিওয়ালা রেজার সাথে ছিলেন,
মুন্না কাওসার সুমন, চমক মির্জা, খালেদ আহমদ, দুলাল আহমদ, আজির আহমদ, সাংবাদিক সুহেল আহমদ, আবেদ আহমদ, ফয়জুল ইসলাম, কামরুল মিয়া, আমিন আহমদ, হাবিবুর রহমান সাদ্দামসহ মানবাধিকারের অন্যান্য কর্মীরা৷
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics