সাজ্জাদ আহমেদ খোকন নারায়ণগঞ্জ
. মানবিক,অসম্প্রদায়িক, অরাজনৈতিক, ধর্মনিরপেক্ষ, প্রবীণ নাগরিকদের সংগঠিত মরণশীল পরিবর্তন নিয়ে গঠিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা সংগঠনের আনন্দঘন মুহূর্ত ঈদ পূর্ণমিলন ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হলো,গত ৬ ই জুলাই শনিবার বিকাল ৪ ঘটিকায় বরফ কল চৌরঙ্গী ইকোপার্ক ভাসমান জাহাজ রেস্টুরেন্টে।অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য,সদস্যা বৃন্দর শতস্ফুর্ত উপস্থিতি থেকে অনুষ্টান কে আলোকিত করে তোলে অনুষ্টানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ্ আলম ও প্রচার সম্পাদক হারুনুর রশিদ সাগরের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে,অনুষ্ঠানের স্বাগতিক বক্তব্য রাখেন :সাংগঠনিক সম্পাদক, সাজ্জাদ আহম্মেদ খোকন,শুভেচ্ছা বক্তব্য রাখেন:সাধারণ সম্পাদক,মেজবাহ উদ্দিন আহমেদ মামুন,,অর্থ সচিব এম এ মোতালেব সানি,এ্যাডভোকেট বিল্লাল হোসেন ,যুগ্ম সাধারণ সম্পাদক এবি এম জাকারিয়া,সদস্য ওয়াহিদ সাদত বাবু, অনুষ্টানে সকলের বক্তব্য বিশ্লেষণে আলোকপাত করেন সহ-সভাপতি হাসনা হেনা,সহ-সভাপতি মোঃ শহিদ উল্লাহ্ ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা সংগঠনের বৃহত্তর পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপস্থিত সকলেই একান্ত প্রচেষ্টা ও আগ্রহ প্রকাশ করেন।
. বর্তমান প্রবীণ নাগরিকদের সামাজিক অবমূল্যায়ন ও পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা একশ্রেনী শিক্ষিত সমাজ কে দায়ি করেন। এ সময় উপস্থিত অন্যান্য সদস্য বৃন্দ,এই সংগঠনের আমন্ত্রিত অতিথি বৃন্দ একমতাবলম্বী পোষণ করে প্রবীণ নাগরিকদের সমন্বয় সংগঠিত করার জন্য ও জীবনের শেষ পরন্ত বেলায় অনাকাঙ্ক্ষীত সময় গুলো যেনো কোনো প্রবীণ নাগরিক বৃন্দ কে ভোগ করতে না হয়,এজন্য সকলেই এই সংগঠনের উদ্দোক্তা কে স্বাগত জানান। এবং সকলেই নিজের প্রতিচ্ছবি সামনে এনে সময়ও প্রয়োজনের স্বার্থকে অনুধাবন করে অশ্রুশিক্ত হোন। পরিশেষে সভাপতি তার সমাপনী বক্তব্যে তুলে ধরেণ বিপণ্য সমাজের বাস্তবতাকে একান্নবর্তী পরিবার বিলুপ্তির সাথে সাথে কোথায় যেনো হারিয়ে গেলো বাঙালির যৌথ পরিবারের উঠোন বৈঠকের শাসন আনন্দ আয়োজন।
. আজ বর্তমান প্রেক্ষাপট অত্যান্ত ভয়াবহ,আগামী সময় কে উপলব্ধি করার জন্য সাংগঠনিক ভাবে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান। আমাদের সাথে কন্ঠ তুলুন বৃদ্ধাশ্রম নয় পরিবার হোক সুরক্ষিত বাসযোগ্য স্থান। প্রবীণ নাগরিকদের মননশীল পরিবর্তন,তাদের দীর্ঘ কালের অর্জন,জ্ঞান,ইচ্ছে শক্তি, ভোগ বিলাস কে জোর করে হত্যা করা হচ্ছে,আর এই অভিশাপে ধ্বংশ হচ্ছে সোনালী দিনের আগামী প্রজন্ম আমাদের স্বপ্ন,অনেকেই জড়িয়ে পরছে দুর্নীতি,ঘুষ বানিজ্যে,অপসংস্কৃতি শিক্ষায়,অসৎ উপার্জিত অর্থ বিনিময় হচ্ছে মাদকের গ্রাসে।
. মেধা শূন্যতায় ভৌগোলিক পরিমণ্ডল থেকে ছিটকে পরছে আমার আমাদের প্রজন্ম। সভাপতি বলেন সকলের সামনে কঠিন সময় আসছে, সবাইকে উপলব্ধি করার জন্য আহবান জানিয়ে, অনুষ্ঠানে শুভেচ্ছা পুরস্কার বিতরণী মাধ্যমে সবাইকে ঈদ পূর্ণ মিলনী সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল কে আমন্ত্রণ জানিয়ে বক্তব্য শেষ করেন। বৃদ্ধাশ্রম নয় পরিবার হোক সুরক্ষিত বাসযোগ্য স্থান। এসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ বিন্দু সহ বিভিন্ন শ্রেণীর প্রবীণ গুণীজন ব্যক্তিবর্গ প্রমুখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics