Daily Frontier News
Daily Frontier News

আঠারোমাইলে ১১১৪ মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

 

মোঃ শহিদুল ইসলাম / বিশেষ প্রতিনিধি।

ডুমুরিয়ার আঠারোমাইলে খুলনা বিভাগীয় ১১১৪ মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আব্দুল মজিদ গাজীর সার্বিক পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ২৮ এপ্রিল আলামিন মার্কেটের দ্বিতীয় তলায় শ্রমিক ইউনিয়ন অফিসে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম (হেলাল)

প্রধান বক্তা ছিলেন,খুলনা বিভাগীয় ১১১৪ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান।

বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন (বিপ্লব)

আঠারোমাইল বাজার কমিটির সভাপতি মোঃ শেখ আবু হাসান । মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাষ্টার নিছার উদ্দিন সানা।
মাষ্টার কামরুল ইসলাম, শেখ রফিকুল, স ম রোকনুজ্জামান মন্টু, ময়ফিজুল ইসলাম, মোঃ জাহিদ, আব্দুল হালিম সরদার, সেলিম গাজি, শাহিনুর সরদার, আব্দুর রাজ্জাক মোড়ল, আলামিন, সাঈদ গাজী,মেহেদি হাছান শহিন, বাবু আহম্মেদ তাজ, প্রমুখ।

Daily Frontier News