Daily Frontier News
Daily Frontier News

আজ চরজব্বর ডিগ্রি কলেজের দাতা প্রতিষ্ঠাতা অলি উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী, মুন্নী আহমেদ এর শোক প্রকাশ।

 

আহসান হাবীব :

আজ ৫মে (বৃহস্পতিবার) নোয়াখালী সুবর্ণচর উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, দানবীর, চরজব্বর ডিগ্রি কলেজের দাতা প্রতিষ্ঠাতা অলি উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী।

২০১৮ সালের এই দিনে স্ট্রোকজনিত কারনে উনার নিজ বাড়িতে মৃত্যু হয়।

মৃত্যুকালীন সময়ে তিনি দুই ছেলে, দুই মেয়ে,স্ত্রী ও বহু শুভাকাঙ্খী রেখে গেছেন।

মানবতার এ ফেরিওয়ালার ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তার সহধর্মিণী সুবর্ণচর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান, মুন্নী আহমেদ নিজের ফেইসবুক পেইজে এক আবেগঘন স্ট্যাটাস দেন, স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলোঃ-

কিছু কিছু মৃত্যু সবসময় অপূরণীয় ক্ষতি, দেখতে দেখতে চার বছর আজ আপনি আমাদের মাঝে নেই। আপনি এমনই এক বড় মনের অধিকারী ছিলেন, এমনই এক মহৎ মনের মানুষ ছিলেন, আপনার অবদান কখনোই নোয়াখালী তথা সুবর্ণচর উপজেলাবাসী ভুলবে না। আপনি নিঃস্বার্থভাবে, বিনা স্বার্থে নিজ অর্থায়নে অসহায় মানুষের ছেলে মেয়ের কথা চিন্তা করে চরজব্বর কলেজ প্রতিষ্ঠা করেন, সেটাকে আপনি দান করে দেন অসহায় মানুষের ছেলে মেয়ের পড়াশোনার কথা চিন্তা করে, কলেজ সহ ৩০০ কাঠা জমি, এছাড়াও আপনি নিজ অর্থায়নে নোয়াখালীর শত শত মানুষকে বিদেশে নিয়ে দক্ষিণ অঞ্চলের ভাগ্য পরিবর্তন করে দেন, আপনার মধ্যে কখনো লোভ জিনিসটা কাজ করে নাই, সুবর্ণচরে এত বড় মনের অধিকারী, এত বড় মনের দানবীর, আর জন্ম হবে কিনা সন্দেহ আছে!!! মৃত্যুবার্ষিকীতে আপনার প্রতি রইল হৃদয়ের অন্তস্থল থেকে গভীর ভালবাসা ও শ্রদ্ধা। ওপারে ভালো থাকবেন। দোয়া করি মহান আল্লাহ আপনাকে জান্নাত বাসী দান করুন।

Daily Frontier News