Daily Frontier News
Daily Frontier News

আজ কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুরে হযরত সালাম শাহ (রহ:)৪৬ তম ওরুছ মাহফিল

 

 

প্রেস বিজ্ঞপ্তি

 

আজ ২২ জুন, বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুরে অবস্থিত হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম রহ: এর স্মরণে ৪৬ তম বার্ষিক ওরুছ মাহফিল উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আনন্দপুরস্থ মাজার শরীফ প্রাঙ্গণে বাদযোহর অনুষ্ঠিত হবে। দেশের বন্যা পরিস্থিতি এবং করোনা মহামারী বৃদ্ধির কারণে সকল কর্মসূচি সীমিত এবং রাতের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে এলাকাবাসী,দ্বীনদার, আশেকান, তরিকতপন্থী -সুন্নী জনতাসহ সকলের উপস্থিতি কামনা করছেন আনন্দপুর মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি, কলামিস্ট ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
কর্মসূচির মধ্যে রয়েছে, খতমে কোরআন, খতমে গাউছিয়া ও খাজেগান,মাজার শরীফে গিলাফ চড়ানো, দোয়া, মিলাদ মাহফিল, মোনাজাত ও তাবারুক বিতরণ। উপস্থিত থাকবেন স্থানীয় আলেম- ওলামা, হাফেজ, ইমাম ও মুসল্লিগণ।

Daily Frontier News