স্টাফ রিপোর্টার।।
আইনজীবী পরিবার কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠনের লক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সর্বসম্মতিক্রমে এডভোকেট একলাছ উদ্দিন ভূইয়াকে সভাপতি ও এডভোকেট নজরুল ইসলাম সরদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বুধবার ঢাকা জনসন রোডে স্টার কাবার হোটেল এন্ড রেস্টুরেন্টের ৩য় তলায় বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
আইনজীবী কল্যাণ সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী হাজী আবদুর রহিম।
নির্বাচনে প্রত্যেক পদে একজন করে প্রার্থী থাকায় প্রধান নির্বাচন কমিশনার হাজী আবদুর রহিম ২৭ সদস্য বিশিষ্ট আগামী ৩ বছর মেয়াদী আইনজীবী কল্যাণ সমিতির কমিটি (২০২২-২০২৫) ঘোষনা করেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics