মোঃ আব্দুর রাজ্জাক সরাইল ব্রাহ্মণবাড়িয়া:-
. মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে মাদকদ্রব্য সহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে,সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
. এরই ধারাবাহিকতায় তথ্য উপাত্তের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) হইতে একটি বিশেষ টহল দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
. উক্ত অভিযানে ৩রা নভেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক রাত ০২:৩০ ঘটিকায় ০১টি যাত্রীবাহী বাস সিলেট হইতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় গমনের সময় চান্দুরা বাইপাস নামক স্থানে বাসটি থামিয়ে তল্লাশী করে।
. এই অভিযানে সন্দেহ জনক যাত্রীবাহী বাসটি তল্লাশী করে অভিনব কায়দায় বাসের বামপার্শ্বের লাগেজ বক্সে কম্প্রেসার মেশিনের ভিতরে লুকায়িত অবস্থায় ২৮ বোতল বিদেশী মদ জব্দ করে। আটককৃত বিদেশী মদের সিজার মূল্য প্রায়-৪৪,০০০/- (চুয়াল্লিশ হাজার) টাকা। আটককৃত বিদেশী মদ ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস কে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা আছে।

. লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ,সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক, ডেইলি ফ্রন্টিয়ার.নিউজ মিডিয়া প্রতিনিধি কে বলেন, এ ছাড়াও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকদ্রব্য পাচার সহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics