Daily Frontier News
Daily Frontier News

অফিস না করায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল 

 

জামাল উদ্দিন স্বপন নাঙ্গলকোট কুমিল্লা 

.   কুমিল্লার নাঙ্গলকোটে আবুল কালাম ভূইয়া নামের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অফিস না করা সহ নানা অনিয়ম দুনীতি অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। রবিবার বিকেলে ওই ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে ঝাটিয়া বাজার এলাকার এ বিক্ষোভ মিছিল করেন তারা।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন হওয়ার আগ গত ১৫ জুলাই থেকে

উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির চেয়ারম্যান আবুল কালাম ভূইয়া অফিস করেন না। এতে চেয়ারম্যান সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ ওয়ারীস সনদ সহ নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জনগণ। সেই সঙ্গে হোল্ডিং টেক্স আদায় করে টেক্স হোল্ডারদের খাতায় এন্ট্রি না করে সরকারি রাজস্ব আত্মসাতেরও অভিযোগ উঠেছে। এতেও ক্ষান্ত হননি ওই ইউপি চেয়ারম্যান। নামে বেনামে খরচ  দেখিয়ে লাখ লাখ টাকা লুটপাট করেছেন ইউনিয়ন পরিষদ থেকে। তাই এ দুর্নীতিগ্রস্থ  চেয়ারম্যানকে অপসরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ জনতা।

Daily Frontier News