Daily Frontier News
Daily Frontier News

অতিথি পাখির কলকাকলিতে মুখর টাঙ্গুয়ার হাওর

 

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর মুখরিত হয়ে উঠেছে শত শত অতিথি পাখির কলকাকলিতে। হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেপাল, চীন, মঙ্গোলিয়া ও সাইবেরিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছরই এই সময়ে নানা প্রজাতির পাখি এসে জড়ো হয় টাঙ্গুয়ার হাওরে।

এছাড়াও শনির হাওর, মাটিয়ান হাওর, কানামুইয়া, ফানা হাওরসহ ছোট বড় বিলগুলোতে লেনজা হাঁস, পিং হাস, বালি হাঁস, সরালী, কাইম, মদনা, গঙ্গা কবুতর, কালাকোড়া ও পিয়ারির পাশাপাশি নাম না জানা অনেক অতিথি পাখির বিচরণ রয়েছে।

কখনও জলকেলি, কখনও খুনসুটিতে কিংবা খাদ্যের সন্ধানে একবিল থেকে অন্য বিলে, এক হাওর থেকে আরেক হাওরে গলা ছেড়ে সুর তুলে ঝাঁকে ঝাঁকে আকাশে উড়ছে এসব অতিথি পাখি। এদের দলবদ্ধ বিচরণ সহজেই মন কেড়ে নেয় যে কারোর।

স্থানীয়রা বলছেন, হাওরে অতিথি পাখি আসার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠেছে হাওর পাড়ের সংঘবদ্ধ অতিথি পাখি শিকারিচক্র। রাত হলেই শত শত লাইটের আলো দেখা যায় হাওরে। এক শ্রেণির পাখিশিকারি টর্চলাইটের আলো জ্বালিয়ে কুচ দিয়ে ঘাঁ মেরে অতিথি পাখি নিধন করে।

জানা যায়, টাংগুয়ার হাওরে প্যালাসিস ঈগল, কালেম, পানকৌড়ি ,ভূতিহাঁস, পিয়ংহাঁস, খয়রাবগা, লেঞ্জাহাঁস, নিউপিপি, সরালি, রাজসরালি, চখাচখি, পাতিমাছরাঙা, মরিচা ভুতিহাঁস, সাধারণ ভূতিহাঁস, পাতিহাঁস, ডাহুক, বেগুনি কালেম, গাঙচিল, শঙ্খচিল, বালিহাঁস, ডুবুরি, বকসহ প্রায় ২১৯ প্রজাতির দেশি-বিদেশি পাখি আসে টাঙ্গুয়ার হাওরে।কিন্তু আইইউসিএন এর তথ্যসুত্রে জানাযায় ২০২০ সালের জানুয়ারি মাসে পাখি শুমারিতে টাঙ্গুয়ার হাওরে ৫৩ প্রজাতির ৫১হাজার ৩৬৮টি জলচর পাখি পাওয়া গেছে।

Daily Frontier News