Daily Frontier News
Daily Frontier News

অকাল বন্যায় বাঁধ ভাঙ্গার খবরে নবীগঞ্জে কুশিয়ারা ভেরী বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক- (ডিসি) ইসরাত জাহান। বাঁধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ-

 

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৪ দীঘলবাক এলাকায় অবস্থিত কুশিয়ারা বন্যা নিয়ন্ত্রণ ভেরী বাঁধ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহান।

রবিবার (২২ মে) দুপুরে তিনি নবীগঞ্জ উপজেলার ৪ নং দীঘলবাক ইউনিয়নের দিঘলবাক গ্রাম, ফাদুল্লা ও পারকুল সহ বিভিন্ন গ্রামের পাশে কুশিয়ারা নদীর বন্যা নিয়ন্ত্রণ ভেরী বাঁধ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, ভেরী বাঁধে কোথাও কোনো ক্ষতি বা ঝুঁকির আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক সেগুলো মেরামত করতে হবে। তিনি আরো বলেন, ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ স্থানে বালির বস্তা ফেলা হচ্ছে। আমি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার জনগণকে ভেরী বাঁধ রক্ষায় ঝুঁকিপূর্ণ হলে সাথে সাথে

বাঁধে সম্পৃক্ত পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগের জন্য আহবান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) শেখ মহিউদ্দিন, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রাতুল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন সহ নবীগঞ্জের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের লোকজন উপস্থিত ছিলেন।

Daily Frontier News