Daily Frontier News
Daily Frontier News

হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় অমল দাশ কে সংবর্ধনা প্রদান

 

 

তানজিনা আক্তার উর্মি

 

বান্দরবান
হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় অমল কান্তি দাশ’কে সংবর্ধনা দিয়েছে বান্দরবান লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতি।

১৯মার্চ রোববার দুপুরে জেলা শহরের যৌথ খামার এলাকায় সংগঠনটির নিজস্ব ভবনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

বান্দরবান লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেড এর সহ-সভাপতি জামেল আবু নাসের এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বান্দরবান লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতি’র
সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাবুল, বান্দরবান জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবু মুসা। লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতির দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ,যুগ্ন সাধারণ সম্পাদক রোটারিয়ান মো:মহিউদ্দিন, বান্দরবান ব্যবসায়ি ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক আবু ছালেহ, মটোর মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম, মুদি ব্যবসায়ি সমিতির সভাপতি আজিজুর রহমান। এসময় উপস্থাপনা করেন, লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতির ক্রিড়া সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়।

এসময় বক্তারা বলেন, বান্দরবান জেলাকে প্রাধান্য দিয়ে এই প্রথম হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি হিসাবে বান্দরবান লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি অমল কান্তি দাশকে নির্বাচিত করার কারনে বান্দরবান জেলার সুনাম আরো ছড়িয়ে পড়বে।

এসময় হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি অমল কান্তি দাশ বলেন, বিগত দিনের মতো জেলার সব সম্প্রদায়ের উন্নয়ন, সম্প্রীতি নিয়ে যাতে আমরা আরো সামনে এগিয়ে যেতে পারি সেই চেষ্টা অব্যাহত থাকবে।

Daily Frontier News