Daily Frontier News
Daily Frontier News

নাঃগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা প্রদান

 

স্টাফ রিপোর্টার –
সাজ্জাদ আহম্মেদ খোকন

 

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আলোচনা সভা, গুণীজন সন্মাননা স্মারক ২০২২ প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

১২ জুন সোমবার সন্ধ্যায় নারায়নগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার রুনা লায়লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) সাকিব আল রাব্বি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সাগর, নারায়নগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ এ এফ এম মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, নারায়নগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি আরিফ আলম দিপু।

জেলা শিল্পকলা একাডেমি পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে স্ব স্ব কাজে বিশেষ ভূমিকা রাখায় ৫ জন গুণীজনকে গুণীজন সন্মাননা স্মারক ২০২২ পদক প্রদান করেন।

গুণীজন ব্যক্তিরা হলেন বন্দর থানাধীন কণ্ঠ সংগীতে রাজু আহম্মেদ,
নারায়গঞ্জ সদর থানার নিতাইগঞ্জ এলাকার যন্ত্র সংগীতে লক্ষণ চন্দ্র দাস,
সোনারগাঁও থানার নাট্য কলায় ইদ্রিস আলী,
সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইলের চারুকলায় কবির আহমেদ মামুন চিসতি ও
রূপগঞ্জ থানার সৃজনশীল সাংস্কৃতিক গবেষক মীর আব্দুল আলীম।
গুণীজন সন্মাননা শেষে শিল্প কলা একাডেমির শিক্ষার্থীদের মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Daily Frontier News