নূর হোসাইন :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত – জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন ( অসহায় মহিলা ও শিশু আইনি সহায়তা কর্মসূচি কেন্দ্র ) এর ঢাকা -১8 আসনের প্রধান পৃষ্ঠপোষক উক্ত আসনের এমপির স্নেহের ভাগিনা কবির চৌধুরী মুকুল কে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় । ১৫ এপ্রিল ( ২০২৩ ) রাত ৮ ঘটিকার সময় মিরপুর শাহ আলী মাজারের সামনে ঢাকা- ১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আগা খান মিন্টু এর জনসংযোগ অফিসে সংগঠনের ঢাকা- ১8 আসনের এই প্রধান পৃষ্ঠপোষক কবির চৌধুরী মুকুল কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন ( অসহায় মহিলা ও শিশু আইনি সহায়তা কর্মসূচি কেন্দ্র ) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সাংবাদিক ও কলামিস্ট নূর হোসাইন ( আলী ) সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মিরপুর শাহ্ আলী মাজার শরীফ এর সামনে থাকা ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য এর জনসংযোগ কার্যালয়ের ভিতর সংগঠনেন উক্ত আসনের প্রধান পৃষ্ঠ পোষক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শেষে আলোচনা সভায় ঢাকা-১8 আসন- মিরপুর, শাহ আলী, ও দারুসসালাম থানার এই প্রধান পৃষ্ঠপোষক কবির চৌধুরী মুকুল বলেন – আমি আজ গর্বিত এরকম একটি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হতে পেরে কারণ আমার আশা ছিল অসহায় মানুষের পাশে দাঁড়াব, যেকোন সংগঠনের মাধ্যমে , আজ আমার সে আশা পূরণ হতে যাচ্ছে । তিনি আরো বলেন – আমি ঢাকা -১৪ আসন ও সমগ্র বাংলাদেশের মানুষের কাছে এই দোয়া চাই – সব সময় যেন এভাবে সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে অসহায়দের উপকারে আসতে পারি এবং সমাজসেবা করে যেতে পারি ইনশাল্লাহ , পাশাপাশি তিনি ঢাকা – ১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আগা খান মিন্টু এর পক্ষ থেকে ঢাকা- ১৪ আসন ও দেশবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান । কবির চৌধুরী মুকুল একটি মাধ্যমিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে এর আগে থেকেই সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথে থেকে তিনি পৃষ্ঠপোষকতা করে আসছেন ।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics