কুমিল্লা প্রতিনিধি
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবগঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চান্দিনা উপজেলা শাখার সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু সহ নেতৃবৃন্দ।
একই সাথে শুভেচ্ছা জানান পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি ও সাধারণ সম্পাদক আবু মুসা জনি সহ পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক ফয়সাল বারী মুকুল সহ নেতা-কর্মীরা।
এব্যাপারে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. আমির হোসেন আমু জানান, দীর্ঘদিন পর গত মাসে চান্দিনা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটির ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটি। শোকের মাস হিসেবে আমরা কারো সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারিনি। সেজন্য আমাদের কমিটির পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে শুভেচ্ছা জ্ঞাপন করি।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics