Daily Frontier News
Daily Frontier News

সুবিধা বঞ্চিতদের মধ্যে শিক্ষার আলোজ্বালিয়ে যাচ্ছে–স্বপ্নালয় এডুকেশন হোম

 

 

মোঃ ফারুক মিয়া :-

 

শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষা নিয়ে কাজ করছে সিলেটের বাদাম বাগিচায় একটি সামাজিক সংগঠন। যে সংগঠনের অধিকাংশ সদস্যরা হচ্ছেন তরুণ তরুণী। ২০২১ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা ও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুবিধা বঞ্চিত অসহায় ছেলে মেয়েদের জন্য স্বপ্ন পূরণ সংস্থা এই উদ্যোগ হাতে নিয়ে স্বপ্নালয় এডুকেশন হোম নামে স্কুলটি চালু করেন। স্কুলের সম্পূর্ণ খরচ বহন করেন সংগঠনের সদস্যরা মিলে।

গতকাল শুক্রবার ৬ই জানুয়ারি স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। স্বপ্নালয় এডুকেশন হোম এর শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা শেখ হাবিব রহমান এর সঞ্চালনায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বপ্ন পূরণের উপদেষ্টা এ.কে কামাল হোসেন, স্বপ্ন পূরণ সংস্থা’র আরো উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হবিবুর রহমান জীবন, সহ-অর্থ সম্পাদক সৈয়দ মাহফুজ, স্বপ্নালয়ের শিক্ষক ফারুক কাজী ও মাহমুদা আক্তার অপি, স্বপ্ন পূরণের স্বপ্নবাজ মোহাম্মদ নূর জালাল আহমদ, তানিম ইসলাম ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

তবে শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দরা জানান, আমরা গরীব মানুষ দিন আনি দিন খাই আমাদের সামর্থ নেই ছেলে মেয়েদেরকে স্কুলে পড়ানোর বই খাতা কিনে দেয়ার। তারা আমাদের ছেলে মেয়েদের বিনামূল্যে সবকিছু দেয় তাই আমরা এই স্কুলের যারা শিক্ষক রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

স্কুলের প্রতিষ্ঠাতা শেখ হাবিবের সাথে কথা বলে জানা যায়,স্বপ্নালয় এডুকেশন হোম এর সকল শিক্ষার্থীদেরকে বই খাতা কলম বিনামূল্যে দেয়া হয়। সমাজের অসহায় সুবিধা বঞ্চিতদের মধ্যে শিক্ষার আলো জ্বালানোর জন্য কাজ করে যাচ্ছেন। ভাষা শহিদদের উৎসর্গ করে মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে এই স্কুল স্থাপিত করা হয়। সুবিধা বঞ্চিতদের জন্য তারা কাজ যেতে চান।

Daily Frontier News