Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগর উপজেলা গোল্ডইলাইন প্রাতিষ্ঠানিকীকরণ এবং এসইডিপি এর অধীনে পিবিজিএসআই স্কিম ক্রিয়াকলাপের সচেতনতা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ।

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ

.       জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায়, উপজেলা পরিষদ অডিটোরিয়াম,৩১শে মে ২০২৩ইং, সকাল ৯ ঘটিকায়,বিজয়নগর উপজেলা গোল্ডইলাইন প্রাতিষ্ঠানিকীকরণ এবং এসইডিপি এর অধীনে পিবিজিএসআই স্কীম ক্রিয়াকলাপের সচেতনতা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত ।

.      চেয়ারপারসন এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার। চীফ গেস্ট নাসিমা মুকাই আলী,চেয়ারম্যান উপজেলা পরিষদ বিজয়নগর।বিশেষ অতিথি মাহমুদুর রাহমান মান্না,ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বিজয়নগর। সাবিত্রী রানী, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বিজয়নগর। আব্দুল জলিল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিজয়নগর। আল মামুন, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিজয়নগর উপজেলা ।

.       উক্ত অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী,সামাজিক,রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসন বিজয়নগরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Daily Frontier News