কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল করার জন্য সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন বছরের জন্য (২০২৩-২০২৬ সাল পর্যন্ত) ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে অথেনটিক ডেভোলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আনিসুর রহমান (রাসেল) কে সভাপতি, আর্নেষ্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড’র সিইও ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক ও হাসান ইমাম ভুঁইয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির সহ সভাপতি হলেন, সারোয়ার ই আলম, আবু সায়েম, আজিজুর রহমান, অসিউদ্দিন মুন্সী, শরীফুর রহমান, সাইফুল মোল্লা, আজহারুল ইসলাম ও ফয়সাল আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, আলাউদ্দীন ফকির, শাহজামান মুন্সী, নাজমুল আলম, শরিফুল ইসলাম, জামশেদ আলম, আইয়ুব আলী, ছালাউদ্দিন ভুইয়া, অর্থ সম্পাদক কামরুল হাসান ভুইয়া ও দপ্তর সম্পাদক রুহুল আমিন মোল্লা।
নবনির্বাচিত সভাপতি অথেনটিক ডেভোলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আনিসুর রহমান (রাসেল) ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সোহাগ বলেন,দেবীদ্বার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের এই কমিটি আমাদের কার্যক্রমকে আরো বেশি গতিশীল করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবে, পাশাপাশি নির্বাচিত সকল নেতৃবৃন্দ এসোসিয়েশনের উন্নয়নে একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে আমরা আশা প্রকাশ করছি।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics