Daily Frontier News
Daily Frontier News

সিনিয়রের সামন দিয়ে জুনিয়র শিক্ষার্থী যাওয়াকে কেন্দ্র করে তাজপুর বাজারে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ ৯জন আহত

 

 

কে এম রায়হান::-

 

ওসমানীনগরের তাজপুর ডিগ্রী কলেজে সিনিয়রের সামন দিয়ে জুনিয়র শিক্ষার্থী যাওয়াকে কেন্দ্র করে প্রথমে তাজপুর ডিগ্রী কলেজে এবং পরবর্তিতে তাজপুরবাজারে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ ৯জন আহত হয়েছেন। আহতরা হলেন, পুলিশের এসআই শাহ আলম, তাজপুর বাজারের বাসিন্দা সাম্য (২২), কাদিপুর গ্রামের বাসিন্দা রাজু (২৩), খুরশেদ (৩২), বেলাল (৩০), আল আমিন (২২) সহ আরো কয়েকজন। সংঘর্ষ চলাকালে প্রায় আধাঘন্টা বন্ধ থাকে সিলেট-ঢাকা মহাসড়ক। এসময় মহাসড়ক দিয়ে যাওয়ার পথে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে নেমে, ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ ৯জুন বেলা পৌনে ২টায় উপজেলার তাজপুর ডিগ্রী কলেজের আই এ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাম্য এবং কবির এর সামন দিয়ে একই ক্লাসের প্রথম বর্ষের শিক্ষার্থী তারেক মিয়া এবং তারেক আহমদ হেঁটে গেলে সিনিয়র জুনিয়র নিয়ে ৪জন এর মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় সাম্য এবং কবির তারেক মিয় ওতারেক আহমদ কে মারধর করেন। এরপর তারেকরা বিষয়টি তাদের কাদিপুর গ্রামের লোকজনকে জানান। ৩টার দিকে কাদিপুর গ্রামের লোকজন তাজপুর বাজারে এসে কবির এবং সাম্য সহ তাদের পক্ষের লোকজনকে ডেকে মারামারির কারণ জিজ্ঞেস করেন। এনিয়ে সাম্য ও কবির এর পক্ষে চঞ্চল গ্রæপের লোকজন এবং তারেকদের পক্ষে কাদিপুরের লোকজনের মধ্যে শুরু হয় সংঘর্ষ। থেমে থেমে ৪ দফায় সংঘর্ষে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল, পাথর ও কাঁচের বোতল ছুড়ে মারেন। ইট, পাথর, ও কঁচের বোতলের ঢিলের আঘাতে আহত হন তাজপুর বাজারের বাসিন্দা সাম্য, কাদিপুর গ্রামের বাসিন্দা রাজু, খুরশেদ, বেলাল, আরো কয়েকজন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ওসমানীনগর থানা পুলিশের এসআই শাহ আলম । এসময় সিলেট টাকা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সেনা বাহিনীর একটি দল ঘটনাস্থলে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সহায়তা করেন। বিষয়টি জানতে পেরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিিলমা রায়হানা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর আইন শৃংখলা বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

Daily Frontier News