বুড়িচং প্রতিনিধি।।
স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রানের বন্ধনে বন্ধু ফোরাম আয়োজিত ভরাসার বহু মুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ সালের এস এস সি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পূর্ন মিলনী অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর ভরাসার বহু মুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ সনের ব্যাচের শিক্ষার্থীদের পূর্ণ মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষকদের কে স্ম্মননা ক্রেষ্ট প্রদান করেন এবং ফুল দিয়ে বরন করে নেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করে দর্শকদের মন মাতিয়ে তোলে।
আলোচনা সভা ও স্মৃতি চারণ মূলক বক্তব্যের পূর্বে সকল শিক্ষকদের কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। সম্মানিত ক্রেষ্ট প্রাপ্ত শিক্ষক গন হলো বর্তমান প্রধান শিক্ষক মোঃ মনির হোসাইন, সাবেক প্রধান শিক্ষক মোঃ আলী আশ্রাফ, সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ খন্দকার, বিকাশ চন্দ্র দেব, নাসির উদ্দীন, আব্দুল কুদ্দুস, শহীদুর রহমান, এম হারুন অর রশিদ, মিজানুর রহমান, আতাউর রহমান প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক – শিক্ষার্থীদের স্মৃতি চারণ মূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ও বন্ধু ফোরামের সভাপতি মোঃ হানিফ এবং ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বন্ধু ফোরামের সদস্য সাইফ উদ্দিন মানিকের পরিচালনায় স্মৃতি চারণ মূলক আলোচনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মোর্শেদ, মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌসী নিলা পাথর, কুলসুম আক্তার, রহিমা বেগম, কাজল রেগা মৌ, নাসিমা বেগম মৌসুমি, মোঃ এনামুল হক, এম জয়নাল আবেদীন, আব্দুল হান্নান, এম রেজাউল করিম, আব্দুস সাত্তার, আবু তাহের, আবু কাউসার, দেলোয়ার হোসেন, ফরিদ উদ্দিন বেগ, সিরাজুল ইসলাম, ফারুক আহমেদ,, এম মাইন উদ্দিন, আবু জাহের, কাজী লিটন, আব্দুল জলিল, রৌশন আলী, উত্তর কুমার, জাকির হোসেন, মিজানুর রহমান, খোরশেদ আলম, মোঃ বাবুল হোসেন, সালেহ আহমেদ প্রমুখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics