Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন পরিদর্শন করেন ইউ এনও হালিমা খাতুন

 

 

মোঃ আব্দুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।

 

২ জুন বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে গুলো থেকে যোগ্য নেতৃত্ব তৈরির করার জন্য স্টুডেন্ট কাউন্সিল এর মাধ্যমে ছাত্র -ছাত্রী দের মধ্যে থেকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি বের কর আনার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পরিচালিত হয়ে থাকে।
উক্ত নির্বাচন পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।
এসময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ছামিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আরা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু মোতালেব, প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান সহ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নির্বাচন এর সার্বিক পরিবেশ নিয়ে নির্বাহীকর্মকর্তা হালিমা খাতুন সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন নেতৃত্ব তৈরি ও গণতন্ত্র চর্চার বিকাশ শুরু হোক ছোট থেকেই। সফলতা কামনা করছি সকল স্টুডেন্টস কাউন্সিল এর। দুপুর তিনটার দিকে ফলাফল গননা করে ১৬(ষোল) জন প্রার্থী থেকে ০৭ ( সাত)জন কে নির্বাচিত প্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচিত ছাত্র ছাত্রী প্রতিনিধিরা হলেন ১.জান্নাতুল মালিয়াত তোহা ৫ম শ্রেণী,২.সামশূন নাহার তানহা ৫ম শ্রেণী।
৩.ইরফান হাসান ৫ম শ্রেণী ৪.মোঃ আল আনাছ শান্ত ৪র্থ শ্রেণী ৫.মোঃ সাইমন হাসান ৪র্থ শ্রেণী ৬.মোঃ তামিম ভূইয়া ৩য় শ্রেণী ৭.সাইকা আহমেদ ৩য় শ্রেনী।ল

Daily Frontier News