Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে ভারতীয় মদসহ স্কুল ছাত্র আটক

 

 

বুড়িচং প্রতিনিধি।।

 

কুমিল্লার বুড়িচং উপজেলা সীমান্ত এলাকা উত্তরগ্রাম থেকে ৫৮ পিচ ভারতীয় মদসহ নাজমুল হোসেন(১৭) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।ওই যুবক ষোলনল ইউনিয়নের একটি স্কুলে দশম শ্রেনিতে অধ্যায়নরত আছেন বলে বিজিবির কাছে স্বীকারোক্তি দেন।

(১৩ জুন ২০২২) সোমবার বিজিবি জানান,জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের সীমান্তে গতকাল রোববার বিকেলে বিজিবির টহলকালে উত্তরগ্রাম এলাকা থেকে ভারতীয় ৫৮ পিচ মদসহ মাদক কারবারি নাজমুল হোসেনকে আটক করে বুড়িচং থানাতে হস্তান্তর করা হয়।তার সাথে থাকা আরো কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়।

সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি এর শংকুচাইল বিওপির হাবিলদার আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদক কারবারি নাজমুল হোসেনকে আটক করা হয়। তার সাথে পাওয়া ভাতীয় ৫৮ পিচ মদের মূল্য ৫৮ হাজার ৫শত টাকা।
আটকৃত মাদক কারবারি নাজমুল হোসেনের বাড়ি উপজেলার ষোলনল ইউনিয়নের কোসায়াম গ্রামের রফিকুল ইসলাম উরফে গণি মিয়ার ছেলে।

Daily Frontier News