Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী

 

বুড়িচং প্রতিনিধি।।

৩০ মে সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার ইঞ্জিঃ এরশাদ গার্লস হাই স্কুলের উদ্যোগে গতকাল সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সিইও সাংবাদিক মোসলেহ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কবি কাজী নজরুল ইন্সটিটিউট কেন্দ্র এর কর্মকর্তা মো. আল আমিন । বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক লিঃ ভরাসার বাজার শাখার ব্যাবস্থাপক মো. হেলাল উদ্দিন, ষোলনল সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আন্জমান আরা বেগম। সহকারী শিক্ষক ওমর ফারুকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এনামুল হক। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক উম্মে মাহমুদা জামান, শিরিন আক্তার, তানিয়া আক্তার,আয়েশা সিদ্দিকা, এমরান হোসেন,মাসতুত আক্তার রুপা। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Daily Frontier News