Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ হলেন অধ্যক্ষ মফিজুল ইসলাম

মোঃ আব্দুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর শ্রেষ্ঠ কলেজ প্রধান হলেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম। তিনি উক্ত কলেজে দুই যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত সুনামের সহিত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। এই কলেজটি কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রথম সারির কয়েকটি কলেজের মধ্যে একটি। কলেজের চমৎকার শিক্ষাবান্ধব পরিবেশ সকলকে বিমোহিত করে থাকে।অধ্যক্ষ হিসেবে এ নিয়ে তিনি ৫(পাঁচ) বার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। মাধ্যমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রয়েছেন লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, মাদ্রাসার ক্ষেত্রে প্রধান হয়েছেন ফকির বাজার ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ কে এম এনামুল কবির, কারিগরি বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছেন ফজলুল রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ আবু তাহের।

Daily Frontier News