বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলাধীন ইকরা আদর্শ শিশু নিকেতন কোদালিয়ার ২৫ বছর পদার্পণে রজতজয়ন্তী উদযাপন, প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান আজ ১৭ ডিসেম্বর (শনিবার) সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি।
ইকরা আদর্শ শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম (আ:হক মাষ্টার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন শিশু নিকেতনের অধ্যক্ষ প্রভাষক মোঃ দুলাল হোসেন ।
অতিথির বক্তব্য রাখেন, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ পিজিউল আলম, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, ২ নং বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, বিশিষ্ট আইনজীবী এডভোকেট তাইফুর আলম, সাবেক পিপি, জজকোর্ট, কুমিল্লা, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ইভিপি, আব্দুর রহিম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ জয়নাল হোসেন শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসেম খান এমপি বলেন, মানুষরূপী অমানুষের সংখ্যা বাড়ছে। তাদের হাত থেকে এই জাতিকে ও প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে হবে। আমাদের শিক্ষার্থীরা যদি নৈতিকতা সম্পূর্ণ আদর্শ শিক্ষা না পায়, তাহলে ভবিষ্যৎ ভাল হবে না।
তিনি , শুধু পুঁথিগত শিক্ষার ভিতরে যেন আমাদের এই কোমলমতি বাচ্চারা না থাকে, তাদের নৈতিকতার শিক্ষা দেবেন। তাদের মূল্যবোধের শিক্ষা দিবেন। তাদের সততার শিক্ষা দেবেন । আদর্শ চরিত্রবান বির্নিমানের শিক্ষা দেবেন। তাহলেই শিক্ষকের শিক্ষা পরিপূর্ণতা লাভ করবে। আমাদের সমাজে মানুষের অভাব নাই, কিন্তু মানুষের মত মানুষ খুঁজে পাওয়া কঠিন।
প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ও মোঃ শাহ আলম ও তন্ময় হাসানের উপস্থাপনায় এবং উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ান রায়হান খান, সদস্য গোলাম জিলানী জীবন,হাবিব, শ্রাবণ ,আবু মেহেদী, মেহেদী হাসান নিলয়, সায়েম ও সোহেল রানার সহযোগিতায় অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, শুভেচ্ছা র্যালী , অতিথি বরণ, স্মৃতিচারণ, সম্মাননা ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়ে মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics