(শাহ্ হিরো খুলনা জেলা প্রতিনিধি)
গুপীরায়ের বেড় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অফিসে পানিই জীবন প্রকল্প ফেইজ–৩
এর উদ্যগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক নারী ও যুবদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়,উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্ভোদন ঘোষণা করেন মোঃমনিরুজ্জামান উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকতা কয়রা উপজেলা , উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সুশীলন সংস্থার পানিই জীবন প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পূনির্মা বৈরাগী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন P M কাজী তোবারক হোসেন,ম্যানেজার তাপস কুমার দাস, উক্ত প্রশিক্ষণ সভার আয়োজনে ছিলো, সুশীলন ও ডরপ। সার্ভিক সহযোগিতায় ছিলেন – হেলভেটাস বাংলাদেশ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics