শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-
স্বপ্ন দেখার সামর্থ্য ছিল, বাস্তবায়নের পথে হাজারো বাধা, একটুখানি পাশে দাঁড়ানো,অবশেষে জীবনের মোড় ঘুরে যাওয়া।কৃষ্ণ নামের দলিত সম্প্রদায়ের মেধাবী এই ছেলেটির খুব ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয়ে পড়বে। কিন্তু ভর্তির ফরম ফিলাপ করার টাকাসহ ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার মত কোন উপায় ছিল না। অনিশ্চিত ফলাফল তারপর ইউএনও মমতাজ সিদ্ধান্ত নিলেন পাশে দাঁড়ানোর।রাজশাহী বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুয়েটে চান্স পেয়েছে কৃষ্ণ। মা প্রতিবন্ধী,বাবা নদীতে জাল ধরে।এখন সে স্বপ্ন দেখে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের হাল ধরার।সমাজে যারা বিত্তবান রয়েছেন তাদের প্রতি মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মমতাজ বেগম।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics