সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় গোকর্ণ ইউনিয়নে জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয় ষষ্ট হতে দশম শ্রেণি এমপিও ভূক্ত হওয়ায় বিদ্যালয়ে আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
৬ জুলাই ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় ২ হাজার ৭১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভূক্ত করেন। নাসিরনগর উপজেলায় পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত হয়ে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল, গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ,সিংহগ্রাম বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজ, জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়, সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় বাঘী গৌরাঙ্গ মহাপ্রভু নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষে মঙ্গলবার ১২ জুলাই ২০২২ সকালে জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক ছাত্র/ছাত্রী ও এলাকাবাসীর উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, সফল শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি এবং স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রামকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছার মাধ্যমে এক আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক সৈয়দ শওকতুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেঠগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডঃ মোঃ আব্বাস উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি সৈয়দ জাহাঙ্গীর হোসেন, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহীন, জাতীয় পার্টি আহবায়ক মোঃ গরীব উল্ল্যাহ সেলিম, সৈয়দ সালাহ উদ্দিন মুকুল, আবুল হাসেম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ জুরু আলী,হুমায়ুন রেজা চৌধুরী, আলী রাজা, বিপ্লব দেব, আতাউর রহমান মেম্বার, তাহের মিয়া প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সদস্যগণ,শিক্ষক,জনপ্রতিনিধি, ছাত্র/ছাত্রীগণ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ। সভার শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics