Daily Frontier News
Daily Frontier News

দেবীদ্বার ডি‌প্লোমা ই‌ঞ্জি‌নিয়ার্স এসোসিয়েশনের ৪১ সদ‌স্য বি‌শিষ্ট আহব্বায়ক ক‌মি‌টি ঘোষনা

 

মোঃ বিল্লাল হোসেন,দেবীদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে ডি‌প্লোমা ই‌ঞ্জি‌নিয়ার্স এ এসোসিয়েশনের ৪১ সদ‌স্য বি‌শিষ্ট আহব্বায়ক ক‌মি‌টি ঘোষনা করা হয়েছে।
ই‌ঞ্জি‌ঃ মামুনুর র‌শিদ‌কে আহব্বায়ক, ই‌ঞ্জিঃ নাজমুল আলম সরকার‌কে সি‌নিয়র যুগ্ন আহব্বায়ক ও ই‌ঞ্জিঃ হাসান ইমাম ভুইয়া‌কে সদস‌্য স‌চিব ক‌রে দে‌বীদ্বার ডি‌প্লোমা ই‌ঞ্জি‌নিয়ার এসোসিয়েশনের ৪১ সদ‌স্যের পূর্নাঙ্গ আহব্বায়ক ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।
মঙ্গলবার বি‌কে‌লে সংগঠন‌টির প‌ক্ষে দেবীদ্বার ডি‌প্লোমা ই‌ঞ্জি‌নিয়ার এসো‌সি‌য়েশ‌নের উপ‌দেষ্টা ই‌ঞ্জি‌নিয়ার মোঃ সাহাদাৎ হো‌সেন পূর্নাঙ্গ আহব্বায়ক ক‌মি‌টির ঘোষনা ক‌রেন।
ঘোষনা কা‌লে তি‌নি আ‌রো জানান , এ আহব্বায়ক ক‌মি‌টি আগামী তিন মা‌সের জন‌্য করা হ‌লো। এর ম‌ধ্যেই সংগঠ‌নের স‌ক্রিয় সদস‌্যদের মুল‌্যায়‌নে চি‌হ্নিত সংগঠক‌দের নি‌য়ে আগামী দুই বছ‌রের জন‌্য স‌ম্মেল‌নের মাধ‌্যমে নতুন পুর্নাঙ্গ ক‌মি‌টি উপহার দেয়া হ‌বে।
ক‌মি‌টির অন‌্যান‌্য সদস‌্যরা যুগ্ন আহব্বায়ক বৃন্দরা হ‌লেন, ই‌ঞ্জিঃ অ‌সিউদ্দিন মুন্সী, ই‌ঞ্জিঃ সা‌রোয়ার-ই-আলম, ই‌ঞ্জিঃ আলাউদ্দীন ফ‌কির, ই‌ঞ্জিঃ জাম‌শেদ আলম, ই‌ঞ্জিঃ আ‌য়েশা আক্তার নাজু, ই‌ঞ্জিঃ এ আর রু‌বেল ভুইয়া, ই‌ঞ্জিঃ সাইফুল ইসলাম জু‌নেল, ই‌ঞ্জিঃ স‌ফিকুর রহমান ইভান, ই‌ঞ্জিঃ যাদব রায়।
ক‌মি‌টির অন‌্যান‌্য সদস‌্যরা হ‌লেন ই‌ঞ্জিঃ রেজাউল ক‌রিম রিপন, ই‌ঞ্জিঃ জ‌হিরুল ইসলাম, ই‌ঞ্জিঃ মাহাবুব হাসান, ই‌ঞ্জিঃ গাজী হাসান, ই‌ঞ্জিঃ মাসুদ পার‌ভেজ, ই‌ঞ্জিঃ আ‌রিফ হো‌সেন ইমন, ই‌ঞ্জিঃ গোলাম ম‌হিউ‌দ্দিন খান, ই‌ঞ্জিঃ ইমরুল কা‌য়েস, ই‌ঞ্জিঃ জা‌হিদুল ইসলাম, ই‌ঞ্জিঃ ছালাউ‌দ্দিন ভুইয়া, ই‌ঞ্জিঃ সাইফুল ইসলাম মিয়াজী, ই‌ঞ্জিঃ মাজহারুল ইসলাম, ই‌ঞ্জিঃ রুহুল আ‌মিন মোল্লা, ই‌ঞ্জিঃ মে‌হেদী হাসান সৈকত, ই‌ঞ্জিঃ আল আ‌মিন ভূইয়া, ই‌ঞ্জিঃ হা‌বিবুর রহমান পা‌পেল, ই‌ঞ্জিঃমনিরুল ইসলাম, ই‌ঞ্জিঃ তানভীরুল ইসলাম, ই‌ঞ্জিঃ সাইদুর রহমান শাহীন, ই‌ঞ্জিঃ আবদুল কা‌দের, ই‌ঞ্জিঃ সুমন হাসান, ই‌ঞ্জিঃ কামরুল হাছান, ই‌ঞ্জিঃ রিফাত হাসান, ই‌ঞ্জিঃ আবদুল আলীম, ই‌ঞ্জিঃ সা‌কিল আহ‌ম্মেদ, ই‌ঞ্জিঃ আবদুস সাত্তার ভুইয়া, ই‌ঞ্জিঃ জিহাদ হো‌সেন, ই‌ঞ্জিঃ আবু জা‌হের।

Daily Frontier News