Daily Frontier News
Daily Frontier News

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে তেজগাঁও কলেজের শিক্ষকদের মত বিনিময়

 

 

তেজগাঁও কলেজ প্রতিনিধি:-

 

২২শে জুন তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমানের কলেজে আগমন উপলক্ষে অডিটোরিয়াম -২ তে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাটি সঞ্চালনা করেন তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আঞ্জুমান আরা।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযোগী কারিকুলাম প্রনয়নে কাজ করছে যা কিনা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে । শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও সকল বিষয়ে যুগোপযোগী থাকার পরামর্শ দেন এবং সম্প্রতি ঘোষিত ১২ টি পিজিডি কোর্স চালু হলে শিক্ষার্থীরা বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষমতা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

মতবিনিময় সভার সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন-অর-রশিদ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে। কলেজ পর্যায়ে কোর্সসমূহ দ্রুত চালু করার জন্য উপাচার্যের প্রতি আহবান জানান এবং তেজগাঁও কলেজ সবকটি কোর্স চালু করার জন্য প্রস্তুত রয়েছে বলেও তিনি তাঁর বক্তব্যে বলেন।

 

অনুষ্ঠানের সঞ্চালক উপাধ্যক্ষ প্রফেসর আঞ্জুমান আরা উপাচার্যের ডায়নামিক নেতৃত্বের প্রশংসা করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বেগবান করতে শিক্ষকদের অধিকতর প্রশিক্ষনের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার সাথে শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল থাকার আহবান জানান।

 

উল্লেখ্য যে, উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান একই দিন তেজগাঁও কলেজের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান প্রফেশনাল ভবন এর প্রিন্সিপাল আবদুর রশীদ অডিটোরিয়ামে সিইডিপি আয়োজিত ঢাকা অঞ্চলের ত্রিশটি কলেজের ষাট জন শিক্ষক নিয়ে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করেন।

Daily Frontier News