মীর আমান মিয়া লুমান,
ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে শতাধিক শিক্ষার্থীদের নতূন স্কুল ড্রেস বিতরণ করেছে মরহুম মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিকালে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব স্কুল ড্রেস বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় ক্যাম্পাসে এক সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নুরুল হক এর পরিচালনায় আয়োজিত স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মরহুম মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজুর রহমান মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদ। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলতাফুর রহমান সুফি, সহকারি শিক্ষক পরেশ চন্দ্র দাশ, সাংবাদিক ফজল উদ্দীন, সহকারি শিক্ষক শাফিয়া বেগম, নাজমিন বেগম, প্রার্থনা রাণী চক্রবর্তী, পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম, সমাজ সেবক আছাবুর রহমান, অলিমা বেগম, হাজেরা বেগম, আশিকুর মিয়া, সালিকুর রহমানসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মরহুম মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজুর রহমান মাসুম বলেন, ফাউন্ডেশনের নিজ অর্থায়নে শিক্ষার্থীর মধ্যে এসব স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। পর্যাক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষাবৃত্তি, শিক্ষার্থীদের স্কুল ড্রেসসহ শিক্ষা উপকরণ দেয়া হবে। তিনি বলেন, করোনা, বন্যাসহ বিভিন্ন দূর্যোগে মানুষের পাশে ছিল এ ফাউন্ডেশন। আগামীতেও সামাজিক সকল কার্যক্রম অব্যাহত থাকবে।##
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics