মোঃ মশিউর রহমান, সিনিয়র রিপোর্টারঃ
টাংগাইল জেলার ঘাটাইল উপজেলায় ৫ই সেপ্টেম্বর, ২০২২ ইং তারিখ সকাল ১০ঃ০০ ঘটিকা হইতে ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ শিক্ষক সমিতি তথা উপজেলা শাখার সভাপতি খন্দকার তাহাজজত হোসেন সাহেবের সভাপতিত্বে বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ.) ঘাটাইল উপজেলা শাখার ১২তম ত্রি-বার্ষিক সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু, পৌরসভার মেয়র মোঃ আঃ রশিদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি তথা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওসার আহম্মেদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি তথা জেলা শাখার সভাপতি মোঃ শামীম আল মামুন, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান,
বা.শি.স. ঘাটাইল উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সহকারি রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। উদ্বোধকঃ বাংলাদেশ শিক্ষক সমিতি তথা কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া। এসময় অতিথিবৃন্দরা গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলার বি.আর.ডি.বি. চেয়ারম্যান মোঃ রুহুল আমীন, উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics