নগরীর বহদ্দারহাট খাজা রোডস্থ কিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সবক প্রদান অনুষ্ঠান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলতের সভাপতিত্বে হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসাইনরের সঞ্চালনায় চান্দগাঁওয়ের একটি কমিউনিটি সেন্টারে ১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহাম্মদ তৈয়ব। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চসিক ৪ ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক এসরাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন আইডিয়াল গার্লস মাদ্রাসার প্রিন্সিপাল মীর মুহাম্মদ ইউসুফ ছানুভী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, মানবিক পুলিশ শওকত হোসেন পিপিএম, সাংবাদিক মাসুদ পারভেজ, মাওলানা এনামুল হক, মাওলানা মানজারুল হালিম বোখারী, হাফেজ মাওলানা ফজলুল আজিম চৌধুরী, মাওলানা জসিম উদ্দিন, হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব, মাওলানা এম সোলাইমান কাসেমী, মাওলানা শাহজাহান প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ফজলুল করিম । পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সবক প্রদান করা হয়।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics